প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা নিশ্চিতকরণে পল্লী চিকিৎসকদের ভূমিকা অপরিসীম

সাতকানিয়ায় সচেতনতামূলক সভায় শাহজাহান চৌধুরী

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকরা অপরিসীম ভূমিকা পালন করে আসছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো পর্যন্ত স্বাস্থ্যসেবা মূলত পল্লী চিকিৎসক নির্ভরশীল। তাদেরকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য চিকিৎসক হিসেবে গড়ে তুলতে পারলে স্বাস্থ্যসেবার মান আরও অনেক দূর এগিয়ে যাবে।

তিনি বলেন, চিকিৎসা মানবতার সেবা। গ্রামে গঞ্জে সাধারণ মানুষ যখন ডাক্তারের কাছে পৌঁছাতে পারে না, তখন পল্লী চিকিৎসকরাই তাদের প্রথম ভরসা। তাই এ শ্রেণির চিকিৎসকদের আধুনিক চিকিৎসা জ্ঞান ও নৈতিকতার আলোকে গড়ে তোলা এখন সময়ের দাবি। গতকাল সোমবার সাতকানিয়া কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে আয়োজিত ওষুধ বিপণন ও চিকিৎসা সম্পর্কিত সচেতনতামূলক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন, আবুল বশর। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন, সাতকানিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আবু বকর সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. তৌহিদুল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাদল শিকদার এবং চট্টগ্রাম ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক, রাজনীতিবিদ মাওলানা আবুল ফয়েজ, ডা. নুরুল হক। এছাড়াও রেজাউল করিম রেজা ও মো. আবু তাহের অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে নির্বাচিত সরকারে যারাই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত : বিক্রম মিশ্রি
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সাথে হাব প্রতিনিধিদের মতবিনিময়