সীতাকুণ্ড কলেজ ও ফটিকছড়ি কলেজসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ খায়রুল বশর চৌধুরীর (রহ.) ৪০তম ওফাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা গতকাল সোমবার চন্দনাইশস্থ বরকলে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ খায়রুল বশর চৌধুরী (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন মরহুমের বড় ছেলে মুহাম্মদ আবদুল মালেক হিরু। স্মরণ সভায় বক্তারা বলেন, বিরল জ্ঞানতাপস ও কীর্তিমান আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন অধ্যক্ষ খায়রুল বশর চৌধুরী (রহ.)। তিনি ছিলেন দরবারে আলীয়া কাদেরীয়া ছিরিকোট শরীফের মাশায়েখে কেরামের ফয়েজপ্রাপ্ত অনুগ্রহধন্য ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বরকল ২নং ওয়ার্ডের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোলাইমান খান। প্রধান অতিথি ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম। জিএম তৈয়ব আলী ও জিএম আহসান হাবীবের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, জিএম শাহাদত হোসাইন মানিক। বিশেষ অতিথি ছিলেন, মুহাম্মদ ফেরদৌস আলম, মুহাম্মদ হাবিবুর রহমান মেম্বার, সদস্য সচিব, মুহাম্মদ আলম খান চৌধুরী। অতিথি ও আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা গাজী মুহাম্মদ ইকবাল তাহেরী, মুহাম্মদ ফেরদৌস আলম, মুহাম্মদ আবদুল মতিন, মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ রুহুল আমিন আলকাদেরী, মাওলানা মীর মুহাম্মদ জামশেদুল আলম আনসারী, মাওলানা মুহাম্মদ আবু হানিফ, মুহাম্মদ ইউছুফ চৌধুরী, মুহাম্মদ মফজল আলী কন্ট্রাক্টর, গাজী মুহাম্মদ মোসলেম খাঁ, মুহাম্মদ আমির হোসেন চৌধুরী, মাওলানা আবুল হোসাইন কাতেবী, মাওলানা মুহাম্মদ আবুল বশর,মাওলানা মুহাম্মদ হাসান আলী নুরী, মাওলানা হাফেজ মুহাম্মদ আবদুর রহিম, মাওলানা মুহাম্মদ নাঈম উদ্দীন, জিএম আবু হানিফ, জিএম জুনাঈদ সাব্বির, মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ আবুল কাশেম, মোক্তার আহমদ, আহমদ ছাফা, রমিজ আহমদ, মুহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী টিপু, মুহাম্মদ বোরহান উদ্দীন, মুহাম্মদ আজম, জিএম মারুফ হাবিব। প্রেস বিজ্ঞপ্তি।