রাঙ্গুনিয়ার ইছামতী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:১০ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা এলাকায় ইছামতী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসন।গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসানের নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি অফিসের কর্মকর্তারা অভিযান চালিয়ে বালি উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই স্থানে দলীয় প্রভাব খাটিয়ে বালি উত্তোলন চলছিল। এ নিয়ে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিবাদ জানালে প্রশাসন পদক্ষেপ নেয়।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পরবর্তী নিবন্ধহযরত শাহ মনোহরের খোশরোজ শরিফ আজ