চট্টগ্রাম বন্দর রক্ষায় স্কপ শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবে

| মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:০৮ অপরাহ্ণ

শ্রমিককর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণ ও শ্রমিকদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান কালে স্কপ নেতৃবৃন্দ বলেন,শ্রমিকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখতে হবে। নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর একটি জাতীয় সম্পদ।এর নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব কোনোভাবেই বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে দেওয়া যাবে না। স্কপের পক্ষ থেকে জানানো হয়, সমপ্রতি একটি বিদেশি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের স্বার্থবিরোধী ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এর প্রতিবাদে স্কপ গত দুই মাস ধরে চট্টগ্রাম শহরের কেন্দ্রীয় এলাকাসহ বন্দর এলাকায় শান্তিপূর্ণ সভাসমাবেশ, পদযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে। সংবিধানের ৩৮ ধারা ও শ্রম আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শ্রমিকদের সংগঠন সমূহের শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল করার অধিকার রয়েছে। এসব কর্মসূচির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বা অর্থনৈতিক প্রবাহে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। তবুও বন্দর কর্তৃপক্ষ বিভিন্নভাবে কর্মসূচি বন্ধ করতে প্রশাসনের কাছে নিষেধাজ্ঞা চেয়ে পত্র দিয়েছে, যা সংবিধান ও মৌলিক অধিকারের পরিপন্থি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, তপন দত্ত, কাজী শেখ নুরুল্লা বাহার, রিজওয়ানুর রহমান খান, জাহিদ উদ্দিন শাহীন, আবু আহমেদ মিয়া, মো. খোরশেদ আলম, কাজী আনোয়ারুল হক,আল কাদেরী জয়, এস কে বারী খোকন, মো. নুরুল আবছার, তসলিম হোসেন সেলিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুস্থদের মাঝে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধগোপাল চন্দ্র দত্ত