আমাদের কাঞ্চনা প্লাটফর্মের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প গত শনিবার সাতকানিয়ার কাঞ্চনা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। আমাদের সাতকানিয়া ও ড্রিমার্স কনসাল্টেশন অ্যান্ড রিসার্সের সহযোগিতায় ক্যাম্পে ঢাকা থেকে আসা ৩৫ জন চিকিৎসকের দল সেবা দেয়। ইসিজি, আল্ট্রা, গাইনীসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন আমাদের কাঞ্চনা প্লাটফর্মের প্রতিষ্ঠাকালীন সদস্য ওমর ফারুক, আবদুল হামিদ, শাহাদাত হোসেন রুমান, হোসাইন ও কাইছার তানভীরসহ প্লাটফর্মের সদস্যরা।
ক্যাম্প পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাতকানিয়া উপজেলা জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু তাহের, সাতকানিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি আইয়ুব আলী, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ কলিমুল্লাহ, কাঞ্চনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফফর আহমদ, শাহাদাত হোসেন, মঈন উদ্দিন হাসান, দেলোয়ার হোসেন ও আব্দুল মান্নান। প্রেস বিজ্ঞপ্তি।