প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী পোর্ট সিটি ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ নিযুক্ত

| সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চবি ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরীকে আগামী ৪ বছরের জন্য পোর্ট সিটি ইউনির্ভাসিটির কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হয়। প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী চট্টগ্রাম ইউনিভার্সিিিট থেকে ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ২০০১ সনে একই বিশ্ববিদ্যাালয় থেকে পি.এইচ.ডি. ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৭ সনে ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ৩৭ বছর যাবত চবিতে অধ্যাপনাসহ ও বিভিন্ন প্রশাসনিক পদে মোট ৪০ বছর দায়িত্বরত ছিলেন। তিনি ইতিহাস বিভাগের বিভাগীয় চেয়ারম্যান, সিন্ডিকেট মেম্বার, হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশী ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে এ পর্যন্ত তাঁর ২৬টি নিবন্ধ ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ১৯৫৭ সালে সাতকানিয়ার দক্ষিণ চরতি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅলি আহম্মদ
পরবর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের নির্বাচনী তফসিল ঘোষণা