গাছ থেকে পড়ে আহত, পাঁচ দিন পর যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পৌর এলাকায় গাছ থেকে পড়ে আহত হয়ে ৫ দিন পর মারা গেছেন মো. আবদুল মান্নান (৪২) নামে এক যুবক। তিনি ফটিকছড়ি পৌরসভা ১ নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া মহানগরস্থ কামাল চেয়ারম্যান বাড়ির মরহুম আহমদ হোসেনের দ্বিতীয় পুত্র। দীর্ঘদিন গাছ কাটার কাজ করতেন মান্নান। সাবেক কাউন্সিলর রফিকুল আলম জানান, পৌর এলাকার একটি বাড়িতে দিনমজুরের কাজ করতে গিয়ে গত ৩০ সেপ্টেম্বর গাছ থেকে পড়ে কোমর ও মেরুদণ্ডে গুরুতরভাবে আহত হন মান্নান। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শনিবার দিবাগত রাত ৪টায় মারা যান তিনি। গতকাল রোববার দুপুর ২টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। সদালাপী এ যুবকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধছনুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের টিন ও অর্থ বিতরণ
পরবর্তী নিবন্ধআজ লক্ষ্মীপূজা