উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন,নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠি একের পর এক ষড়যন্ত্র করছে। তিনি এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহবান জানান। তিনি ফটিকছড়ি পৌরসভার আমান বাজারে ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি নেতা মহিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও মো. রাসেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, নুরুল ইসলাম মেম্বার, আবু আজম তালুকদার, খালেদ বাবুল, নাছির উদ্দীন, আজম খান, শহিদুল ইসলাম, মো. ফরহাদ, দৌলত মিয়া, আহমদ রশিদ চৌধুরী, মো. এরশাদ, মো. হাসান, মো. হেলাল, আবু তাহের সিকদার, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসি, মো. ইব্রাহীম প্রমুখ।