৭ দফা দাবি চট্টগ্রামে জাতীয় গণতান্ত্রিক পার্টির লিফলেট বিতরণ

| সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রোববার চট্টগ্রামের বিভিন্ন স্থানে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) দলীয় নেতৃবৃন্দ গণসংযোগ ও লিফলেট বিতরণ করে। অন্যান্য দাবির মধ্যে ছিলশেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ; সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান করা; আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ; জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা; উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয়। জাগপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোজাফফর মো. আনাছের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা সভাপতি তানিয়া আক্তার রুপা, চট্টগ্রাম মহানগর জাগপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. হেলাল সহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হবে শিগগিরই : চিফ প্রসিকিউটর
পরবর্তী নিবন্ধ৫ জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু