ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বান্দরবানের কালাঘাটায় পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বান্দরবান জেলা সদরের কালাঘাটা বাহাদুর নগর এলাকায় রাস্তারপাশে টিনের ঘেরাও দিয়ে অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামণি নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে চন্দন বড়ুয়াকে পাহাড় কর্তনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত–২০১০) এর ধারা ৬(খ) লুঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়। এছাড়াও পাহাড় কর্তনের স্থানের জন্য মামলা করার সিদ্ধান্ত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা রেজাউল করীম বলেন, পাহাড় কাটার দায়ে চন্দন বড়ুয়াকে প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।