কক্সবাজারে বিএনপি নেতার ওপর গুলি, প্রতিবাদে সড়ক অবরোধ

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৪:৫৫ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের সাধারণ সম্পাদক, সাবেক মেম্বার লিয়াকত আলীকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা।

গতকাল রোববার রাত আটটায় ঝিলংজার বিসিক শিল্প নগরী এলাকায় লিয়াকত আলী মেম্বারের বাসার উঠোনে এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিয়াকত আলী মেম্বারকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড স্টেশনে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছেন। বিক্ষুব্ধরা লিয়াকত মেম্বারের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।

গুলিবিদ্ধ লিয়াকত আলী মেম্বার অভিযোগ করেছেন, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কুদরত উল্লাহর নেতৃত্বে সন্ত্রাসী খালেক, সাহাব উদ্দিনসহ ১০/১২ জনের একদল আওয়ামী সন্ত্রাসী বাড়ির উঠোনেই আমাকে লক্ষ্য করে পেছন থেকে বেপরোয়া গুলি চালায়।

লিয়াকত আলী মেম্বারের প্রতিবেশী জামায়াত নেতা এডভোকেট তাহের আহমদ সিকদার বলেন, রাতের আঁধারে আওয়ামী লীগের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারের ওপর হামলা চালিয়েছে।

এদিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লিয়াকত আলী মেম্বারকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসব দল নির্বাচনে যুক্ত হবে, আশা গোয়েন লুইসের
পরবর্তী নিবন্ধছুটি শেষে প্রচারণায় সরগরম ক্যাম্পাস