হাসপাতালে যেতে স্বামীর জন্য অপেক্ষা, পথেই মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৪:৪১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা লিচুবাগান যাত্রী ছাউনি এলাকায় আকস্মিক এক নারী মৃত্যুবরণ করেন। অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য স্বজনসহ স্বামীর জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু স্বামী আসার আগেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থতা নিয়ে নিজ পায়ে হেটে আসা মধ্যবয়সী এই নারী হঠাৎ ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পাশে তার নিকট আত্মীয় ও শতশত পথচারী উপস্থিত ছিলো। নিহতের নাম জানা যায়নি। তিনি ছটফট করার সময় কারো কিছুই করা সম্ভব হয়ে উঠেনি। মুহুর্তে ওই নারী না ফেরার দেশে চলে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, পটিয়া উপজেলার বাসিন্দা বাঙ্গালহালিয়ার এক মাছ ব্যবসায়ীর সাথে রাঙ্গুনিয়া উপজেলার শিলকের ওই নারীর বিয়ে হয়। বেশ কিছুদিন ধরে ওই নারী অসুস্থ। গতকাল দুপুরে তিনি ডাক্তার দেখানোর জন্য বাঙ্গালহালিয়া থেকে চন্দ্রঘোনায় আসেন। সাথে আত্মীয় স্বজনরা ছিলেন। কিন্তু স্বামীকে ছাড়া কোনমতে হাসপাতালে যেতে চাচ্ছিলেন না তিনি। তাই স্বামীকে ফোন করে আসতে বলে অপেক্ষা করছিলেন। কিন্তু স্বামী আসার আগেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। এ ঘটনা উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। দরিদ্র এই পরিবারকে লাশ নিয়ে যেতে উপস্থিত সবাই আর্থিক সহায়তা করেন। পরে স্বামী এসে তার নিথর দেহ নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধমনসুরাবাদ থেকে অপহৃত ছয় মাস বয়সী শিশুকে কুমিল্লায় উদ্ধার
পরবর্তী নিবন্ধবৃদ্ধির হার ১০-১৫ শতাংশ, এক বছরে ধাপে ধাপে বাস্তবায়ন হোক