আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমানকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। প্রাক্তন চেয়ারম্যান এম এ আকমল হোসেন আজাদের স্থলে মো. ইউনুসুর রহমানকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদানের জন্য বিপিসিকে পরামর্শ প্রদানের প্রেক্ষিতে বিপিসি’র অফিস আদেশ অনুযায়ী নিয়োগ দেওয়া হয়। এ প্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫৩৮তম সভায় মো. ইউনুসুর রহমানকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পর্ষদ কর্তৃক অনুসমর্থন (এনডোর্সমেন্ট) করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।