প্রফেসর ড. মোসলেহ উদ্দিনের ইন্তেকাল

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোসলেহ উদ্দিন গতকাল ৪ অক্টোবর দুপুর ১টায় চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। নামাজে জানাজা শেষে নারায়ণগঞ্জে তাঁর মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। ড. মোসলেহ উদ্দিনের মৃত্যুতে চবি গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সভপতি প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের পরিচালক প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, বায়েজিদ মডেল স্কুলের সভাপতি মো. মাজহারুল হক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদস্তগীর আলম নসুর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধঅধ্যক্ষ খায়রুল বশর চৌধুরীর স্মরণসভা কাল