বিশ্ব সুন্নী আন্দোলনের আউলিয়া কেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যেগে ৪ অক্টোবর চট্টগ্রাম জেলা কার্যালয়ে হযরত গাওসে পাক (রহ🙂 ও জামে আওলিয়া কেরামের পথ পুণরুদ্ধার সম্মেলন ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় সভাপতিত্ব করেন আল্লামা আরেফ সারতাজ। আরও উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ ইলিয়াস শাহ, আল্লামা শেখ নঈম উদ্দিন, আল্লামা এমদাদুল হক সায়ীফ, আল্লামা মুফতি রেজাউল কাওছার, সাবিনা সাদাত সাফা প্রমুখ। সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আত্মার মুক্তি ও জীবনের আসল লক্ষ্যে অভিযাত্রার আলো আওলিয়া কেরাম, জীবনের চুড়ান্ত সাফল্য তাওহীদ রেসালাতের কবুলিয়াতে ধন্য ও নৈকট্যে একাকার জীবন ও খেলাফতে ইসলামের আলোকবর্তিকা আওলিয়া কেরাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবড়পীরের (রহ.) আদর্শ অনুসরণ পূর্বক ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ