লায়ন্স ক্লাব চিটাগং এরিস্টোক্রেটের দায়িত্ব হস্তান্তর ও চার্টার নাইট

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

ক্লাব লায়ন্স অব চিটাগং এরিস্টোক্রেটের দায়িত্ব হস্তান্তর, ডিজি রিসিপশন এবং ৫ম চার্টার নাইট চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়। ১ম পর্বে সভাপতিত্ব করেন সভাপতি লায়ন আকিব মো. আসিফুল আলম এবং ২য় পর্বে সভাপতিত্ব করেন নবনিযুক্ত সভাপতি লায়ন রুবেল চৌধুরী। ক্লাব সেক্রেটারি লায়ন জাবেদ সিদ্দিকী সানভীরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দীকী। উপস্থিত ছিলেন লায়ন আবু মোরশেদ, লায়ন মোরশেদুল হক চৌধুরী, লায়ন তারেক কামাল, লায়ন হুমায়ুন কবির, হেলাল উদ্দিন আহমেদ, লায়ন মো. আশিকুল আলম আশিক, লায়ন স্মৃতি দাশ। ক্লাব মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ফেরদৌস খান, লায়ন জুয়েল মো. বিল্লাল, লায়ন নিলুফার শারমিন জেসি, লায়ন মইনুদ্দিন আল হিমেল চৌধুরী, লায়ন মিরাজ উদ্দিন চৌধুরী, লায়ন মো. শাহজাহান, লায়ন উম্মে ফাতেমা শেলী, লায়ন জেবুন নেসা, লায়ন পার্থ নাথ পোদ্দার, লায়ন মো. খোরশেদ আলম, লায়ন ফারহানা হক, লায়ন শেখ সাইমুন হাসান মাহমুদ, লায়ন মো. আবিদ হোসেন, লায়ন মাহফুজুর রহমান, লায়ন মো. আবদুল করিম, লায়ন আকাশ চৌধুরী শুভ, লায়ন খোদেজা আক্তার, লায়ন মো. সানি চৌধুরী, লায়ন মহিউদ্দিন, লায়ন মো. বখতিয়ার, লায়ন ইফতেখার উদ্দিন প্রমুখ। বক্তারা ক্লাবের সকল সেবা মূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সব সময় মানবতার সকল কাজ কর্মে এরিস্টোক্রেট লায়ন্স ক্লাব এগিয়ে থাকবে বলে এ আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য তাসাউফের চর্চা অনস্বীকার্য
পরবর্তী নিবন্ধমা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে রাঙ্গুনিয়ায় মৎস্য দপ্তরের প্রচারণা