আগামী নির্বাচনে আধিপত্যবাদ রুখে দেওয়া হবে

ডবলমুরিং থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভায় অধ্যক্ষ হেলালী

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, এই দেশ স্বাধীন হয়েছে কারো তাবেদারি করতে নয়। অতীতে দেখেছি একদল মানুষ পিন্ডির জুজু দেখিয়ে দিল্লির আধিপত্যবাদ মানুষের উপর চাপিয়ে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অন্য দেশের আধিপত্যবাদ চলবে না। আগামী নির্বাচনে সকল ধরনের আধিপত্যবাদ রুখে দেওয়া হবে।

তিনি গতকাল শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার উদ্যোগে আগ্রাবাদ বাদামতলী এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা সভাপতি আকরাম হোসেন জিহাদের সভাপতিত্বে ও ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি কায়সারল আলমের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন নগর ফেডারেশনের সহসভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, জামায়াত ইসলামী ২৪ নং ওয়ার্ড আমির মাওলানা মো. ইমরান হোসাইন, ইঞ্জিনিয়ার আব্দুল মালেক প্রমুখ।

এস এম লুৎফর রহমান বলেন, সোনার বাংলাদেশ করতে হলে সর্বপ্রথম সোনার মানুষ বাছাই করতে হবে। যাদের অতীত রেকর্ড দুর্নীতি ও সন্ত্রাসের তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। চাঁদাবাজি লুটপাট ও দখলদারিত্বের অবসান করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের মহাসড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সম্প্রীতির দেশ : এরশাদ উল্লাহ