বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের আবাহালী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম পাপ্পা। শুক্রবার তিনি ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা নাছির উদ্দীন, অ্যাডভোকেট শওকত ওসমান, মো. মহসিন, বোরহান উদ্দিন চৌধুরী মিজান মিয়া, তোফায়েল আহমেদ, মো. খোরশেদ আলম, নুরুল আমিন ছানুবী, মো. আরফাতুল ইসলাম, জুনাইদ সিকদার, মাহমুদুল ইসলাম, আব্দুস সোবহান, নুরুল আমিন, এম বদিউল আলম, এস এম তৈয়ব, বেলাল মাহমুদ, মনজুর আলম, মো. হুসাইন, মো. আবু হানিফ আইমন, মো. হাফিজুল ইসলাম তারেক, বাহাদুর, আতিকুর রহমান, আহমেদ ছানুবী, মো. রায়হান, মোহাম্মদ নুরুন্নবী, গাজী শওকত ওসমান, তানজিল, আরিফ প্রমুখ। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ছনুয়া ইউনিয়নের আবাহালী গ্রামে ৬টি বসতঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়।

পূর্ববর্তী নিবন্ধপণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধনতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদের আইনী ভিত্তি অপরিহার্য