খ্রিষ্টান এসোসিয়েশন চট্টগ্রাম অধ্যায়ের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার নগরীর একটি হোটেলে আয়োজিত সভায় কুইনটেন রিবেরোকে আহ্বায়ক, বৃজেট ডায়েসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এবং ডানকেন ক্রিস্টোফার পেরেরাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন পুতুল পিনেরো, লিন্ডসে রিবেরো, ক্ল্যারেন্স রিচার্ড ডি সিলভা, ক্রিস্টোফার পলাশ দাস, যোয়াকিম গোনছালবেস এবং মেলবেন রিবেরো। বক্তারা বলেন, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন খ্রিষ্টান সমপ্রদায়ের কল্যাণ, সামাজিক উন্নয়ন ও ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে চট্টগ্রাম অধ্যায়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়। নবগঠিত কমিটি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, যুব নেতৃত্ব ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।