বাঁশখালীতে টিনের চাল কেটে দোকানে চুরির অভিযোগ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা সড়কের পশ্চিম পাশে পৌরসভার আস্করিয়া সড়কে একটি মুদি দোকানে চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে চুরির এ ঘটনা ঘটে বলে জানান দোকান মালিক ছাবের আহমদ। বাঁশখালী থানার উত্তরপাশে বয়ে যাওয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের আস্করিয়া সড়কে চাসহ মুদির মালামাল বিক্রি করতেন তিনি।

এ ব্যাপারে দোকান মালিক বলেন, থানা থেকে বেশি দূরে নয় আমার দোকান। আমি চাসহ নিত্য প্রয়োজনীয় মালামাল বিক্রি করি। রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে এসে দেখি দোকানের ওপরের টিন কেটে ঢুকে টিভি, নগদ টাকা ও দোকানের মালামাল নিয়ে যায় চোরের দল।

এ ব্যাপারে বাঁশখালী থানার এসআই মো. আরিফ হোসেন বলেন, দোকান চুরি নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তারপরও খবর নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন কাল
পরবর্তী নিবন্ধখ্রিষ্টান এসোসিয়েশনের মতবিনিময় সভা