নলুয়া যুব সংগঠনের অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

সরকারিভাবে খেলার মাঠ ও উপকরণ নিশ্চিত করলে যুবসমাজ আবারও খেলার মাঠে ফিরবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত ঊল্লাহ চক্ষু। গত শুক্রবার নলুয়া যুব উন্নয়নমূলক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত দ্বিতীয়বার ‘অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্ট২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। টুর্নামেন্টে অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রহিম, নূরুল আবছার, সওকত আলী, মোহাম্মদ মিজান, পৌর বিএনপির আবুল হোসেন, জেলা যুবদল যুগ্ম সম্পাদক এম এ মোমেন, দিদারুল আলম বাপ্পী, উত্তর সাতকানিয়া যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আবুল হোসেন, নলুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু ছৈয়দ, সাধারণ সম্পাদক এমরান, বাদশা, তৌহিদ, শোয়াইব, আমির হোসেন, আলমগীর, ছাত্রদলের জীমন, ইমরান প্রমুখ। উদ্বোধনী খেলায় পশ্চিম নলুয়া ইয়াংস্টার সোসাইটি ও রামপুর রাইডার্স ৩৩ গোলে খেলা ড্র করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় মো. আকাশ। খেলা পরিচালনা করেন মো. বাবু। ধারাভাষ্যে ছিলেন মো. জীমন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টিতে সর্বাধিক ডট বলের বিশ্বরেকর্ড মোস্তাফিজের দখলে
পরবর্তী নিবন্ধএলাকার অসহায় মানুষদের হাতে ম্যাচ সেরার অর্থ দেবেন শরিফুল