হামাস দেখিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত : এরদোয়ান

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, গোষ্ঠীটি শান্তির জন্য প্রস্তুত রয়েছে। খবর বাসসের।

তুরস্কের ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ইস্তাম্বুলে একটি অনুষ্ঠানে এরদোয়ান বলেন, হামাস বরাবরের মতো দেখিয়ে দিয়েছে, তারা শান্তির জন্য প্রস্তুত রয়েছে। এর মাধ্যমে আমাদের অঞ্চলে স্থায়ী শান্তির সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেনেটে অচলাবস্থা, মার্কিন শাটডাউন গড়াল দ্বিতীয় সপ্তাহে
পরবর্তী নিবন্ধইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকা ৬ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর হল ইরানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ছয় জঙ্গি এবং এক ধর্মীয় নেতাকে হত্যার দায়ে এক কুর্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার এদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যোগসাজশ থাকা একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের ৬ জনের মৃত্যুদণ্ড শনিবার সকালে খুজেস্তানে কার্যকর হয়েছে। ওই সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ৪ সদস্যকে হত্যা এবং খোররামশহরে বোমাবর্ষণসহ একাধিক সহিংস ঘটনার দায় স্বীকার করেছিল, বলেছে তারা। এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি মেহের, মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের নাম-পরিচয়ও বলেনি। ধর্মীয় নেতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুর্দিকে ইরানি গণমাধ্যম সন্ত্রাসী আখ্যা দিলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।