আগামীকাল সোমবার রাতে আকাশে দেখা যাবে এক বিশেষ চাঁদ– যাকে বলা হয় ‘সুপারমুন’। এ সময় চাঁদ সাধারণের তুলনায় একটু বড় ও উজ্জ্বল দেখাবে।
অক্টোবরের এই সুপারমুন হলো ২০২৫ সালের প্রথম সুপারমুন। মোট তিনটি সুপারমুন দেখা যাবে এ বছর। সুপারমুন তখনই হয়, যখন পূর্ণিমার চাঁদ পৃথিবীর কক্ষপথে একটু বেশি কাছে চলে আসে। এতে চাঁদ প্রায় ১৪% বড় এবং ৩০% বেশি উজ্জ্বল দেখায় বছরের সবচেয়ে ধূসর বা দূরের পূর্ণিমার চাঁদের তুলনায়–জানিয়েছে নাসা। এই ধরনের পার্থক্য বছরে কয়েকবার হয় এবং কখনো কখনো এটি চন্দ্রগ্রহণের মতো অন্যান্য মহাকাশীয় ঘটনার সঙ্গে মিলেও যায়। যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কলিন ইনস্টিটিউটের প্রধান জ্যোতির্বিজ্ঞানী ডেরিক পিটস বলেন, এটা খুব একটা বিরল ঘটনা নয়। বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই খোলা আকাশে কেউই কোনো যন্ত্র ছাড়াই এই সুপারমুন দেখতে পারবে। তবে কেউ যদি আগের রাতে চাঁদের আকার খেয়াল না করে থাকে, তাহলে পার্থক্য বুঝতে কিছুটা কষ্ট হতে পারে। পিটস বলেন, আপনি যদি শুধু আকাশের ওপরে চাঁদের দিকে তাকান, তাহলে এর পাশে কিছু না থাকায় বোঝা কঠিন হবে চাঁদ আসলেই কতটা বড় দেখাচ্ছে।
এইবারের সুপারমুন পৃথিবী থেকে প্রায় ৩৬১,৪৫৯ কিলোমিটার (বা ২,২৪,৬০০ মাইল) দূর দিয়ে অতিক্রম করবে। তবে বছরের সবচেয়ে কাছে আসা সুপারমুনটি দেখা যাবে নভেম্বরে, আর তার পর আরেকটি আসবে ডিসেম্বরে। ২০২৬ সালেও মহাকাশপ্রেমীদের জন্য চমক থাকবে– মার্চে দেখা যাবে একটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ, যা উত্তর আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার অনেক অংশ থেকে দেখা যাবে। আর আগস্টে হবে একটি আংশিক চন্দ্রগ্রহণ, যা আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপের অনেক জায়গা থেকে দেখা যাবে।