বন্ধুদের সাথে খেলছিল শিশুটি, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

হাসপাতালে আহত আরও দুই বন্ধু

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৪:৫০ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে ভাড়া বাসার নিচতলায় খেলছিল মো. ইব্রাহিম (), জান্নাতুল আইবি () ও ওয়াসিফা () নামে তিন শিশু। খেলার একপর্যায়ে সিঁড়ির নিচে থাকা একটি বিদ্যুতিক তারে লেগে একসাথে তিন শিশু বিদ্যুতায়িত হয়। প্রতিবেশীরা দ্রুত তার কেটে ফেলায় তাদের হাসপাতালে নেওয়া সম্ভব হয়। তবে বাঁচানো যায়নি মো. ইব্রাহিমকে। গতকাল শনিবার সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড টিলাপাড়া এলাকায় জগির বাবুর্চির ভাড়া ঘরে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুকুরপাড়া এলাকার মো. বাদশার ছেলে। আহত মো. আইয়ুবের কন্যা জান্নাতুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্থানীয় পেয়ারুল ইসলামের কন্যা ওয়াসিফাকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে। তারা সকলে ভাড়াটিয়া পরিবার হিসেবে সেখানে থাকত।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার সকালে ওই ভাড়া বাড়ির নিচতলায় খেলার সময় আকস্মিক বিদ্যুতায়িত হয়ে পড়ে ওই তিন শিশু। স্থানীয় কোরবান সর্দার বলেন, ঘরের সিঁড়ির নিচে বিদ্যুতের তার থেকে তিন শিশু খেলার সময় বিদ্যুতায়িত হয়। প্রতিবেশীরা দ্রুত তার কেটে ফেলায় দুই শিশুকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার উপপরিদর্শক মো. মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধএকসঙ্গে গাজা অভিমুখে ফ্রিডম ফ্লোটিলার সব নৌ-যান
পরবর্তী নিবন্ধমুরাদপুরে কিশোর গ্যাং লিডার ব্ল্যাক মঈনসহ ৮ জন গ্রেপ্তার