জিম্মি মুক্তিতে রাজি হামাস, গাজা দখল স্থগিতের নির্দেশ ইসরায়েলের

ট্রাম্পের নিষেধ অমান্য করে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬১ ম ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জন ইস্তাম্বুলে ম স্পেনে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, রাস্তায় ৭০ হাজার মানুষ

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৪:৪৯ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার নির্দিষ্ট প্রধান কিছু অংশে রাজি হয়েছে। হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে, তবে তারা যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনার কয়েকটি বিষয়ে আরও আলোচনা চাইছে বলে তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে। ওদিকে গাজা উপত্যকায় সামরিক তৎপরতা কেবল প্রতিরক্ষামূলক অভিযানের মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্য সেনাবাহিনীকে নতুন নির্দেশনা জারি করেছে ইসরায়েল।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শান্তি পরিকল্পনা গ্রহণ অথবা নরকের মুখোমুখি হওয়ার জন্য হামাসকে রোববার (আজ) পর্যন্ত সময় দিয়েছিলেন। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, তার বিশ্বাস হামাস শান্তির জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে ‘অবশ্যই গাজায় বোমা নিক্ষেপ বন্ধ করতে হবে’। ট্রাম্পের মন্তব্যকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেছে হামাস। তাদের একজন মুখপাত্র বলেছেন, তারা বন্দি বিনিময়, যুদ্ধ অবসান ও গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের নিষেধ অমান্য করে গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গতকাল শনিবার অন্তত ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন সাহায্যপ্রার্থীও রয়েছেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অবিলম্বে বাস্তবায়নে ইসরায়েল প্রস্তুত হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে গাজায় সামরিক তৎপরতা হ্রাস করার সুনির্দিষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করা হয়নি, বরং বলা হয়েছেসেনারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে যাতে যে যেকোনো মুহূর্তে হুমকির জবাব দিতে পারে।

ডোনাল্ড ট্রাম্পের ২০দফা পরিকল্পনা অনুসারে প্রথম ধাপে গাজা হবে উগ্রপন্থি সন্ত্রাসমুক্ত এলাকা, যা তার প্রতিবেশীদের জন্য হুমকি হবে না। দ্বিতীয় ধাপে গাজার পুনর্গঠন করা হবে। এই দুই ধাপের বাস্তবায়নের জন্য যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে। ট্রাম্পের তৃতীয় ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও সব শত্রুতা বন্ধের কথা বলা হয়েছে, যেখানে দুই পক্ষ বন্দি বিনিময়ের জন্য প্রস্তুত হবে। হামাস জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিবে।

যেসব অগ্রগতি হলো : জিম্মি মুক্তিতে হামাস সম্মত। হামাস বলেছে, তারা গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার একাংশ গ্রহণ করছে। এক বিবৃতিতে তারা বলেছে, তারা সব জিম্মিকে মুক্তি দেবে। তবে প্রস্তাবের ওপর তারা আরও আলোচনা চাইছে।

হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি গাজায় বোমা বর্ষণ বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি তার পরিকল্পনায় মধ্যস্থতায় সহায়তার জন্য কাতার, মিশর ও সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন। কাতার হামাসের বিবৃতিকে স্বাগত জানিয়ে বলেছে তারা মিশর ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনার সমন্বয় করেছে।

গাজায় নিহত ২০ : গাজার সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল শনিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী গাজাজুড়ে একের পর এক বিমান হামলা ও আর্টিলারি শেলিং চালিয়েছে। এসব হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন।

বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া : মার্কিন শান্তি পরিকল্পনার বিষয়ে হামাসের মন্তব্যের পর ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন তা নিয়ে সারা বিশ্ব থেকে প্রতিক্রিয়া এসেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামপ্রতিক প্রস্তাবে হামাসের সাড়া ও জিম্মি মুক্তিতে প্রস্তুত থাকার অবস্থান উৎসাহব্যঞ্জক। এই মুহূর্তটিকে অবশ্যই ধরতে হবে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও সব জিম্মির মুক্তি আওতার মধ্যে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, গাজায় যুদ্ধবিরতি ও সব জিম্মির মুক্তি নাগালের মধ্যে! কোনো দেরি না করে হামাসের প্রতিশ্রুতি অবশ্যই অনুসরণ করা দরকার। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেন, জিম্মিদের অবশ্যই মুক্তি দিতে হবে। হামাসকে অস্ত্রমুক্ত করতে হবে। লড়াই অবিলম্বে বন্ধ হওয়া দরকার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, হামাসের যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা মেনে নেওয়া একটি উল্লেখযোগ্য অগ্রগতি। আমরা দৃঢ়ভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টার প্রতি সমর্থন জানাই, যা আমাদের আগের যে কোনো সময়ের চেয়ে শান্তির বেশি কাছাকাছি নিয়ে এসেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে গাজার শান্তি প্রচেষ্টায় নিশ্চিত অগ্রগতিকে আমরা স্বাগত জানাই। জিম্মিদের মুক্তির ইঙ্গিত উল্লেখযোগ্য অগ্রগতি। টেকসই ও ন্যায্য শান্তির প্রতি সব ধরনের প্রচেষ্টার প্রতি ভারত দৃঢ় সমর্থন জানানো অব্যাহত রাখবে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে লুইস আলবারেস বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি, খাদ্য ও মানবিক ত্রাণের প্রবেশ, জিম্মিদের মুক্তি, সবকিছুকে স্বাগত। মৌলবাদী সংগঠনগুলোকে (হামাস) অবশ্যই অস্ত্রমুক্ত করতে হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, হামাসের ক্ষমতা ত্যাগ করার এবং জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতিকে কানাডা স্বাগত জানায়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের গাজায় শান্তি আনার পরিকল্পনার অগ্রগতিকে অস্ট্রেলিয়া স্বাগত জানায়।

গাজা ফ্লোটিলার ১৩৭ আন্দোলনকারী ইস্তাম্বুলে : গাজায় ত্রাণ সরবরাহ করতে চাওয়া আন্তর্জাতিক বেসামরিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়া ১৩৭ জন আন্দোলনকারী উড়োজাহাজে করে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুলে গিয়েছেন। ইসরায়েল জানিয়েছে, ওই ফ্লোটিলার ৪০টিরও বেশি নৌযান থেকে গ্রেপ্তার করা ৪৫০ জনেরও বেশি আন্দোলনকারীর মধ্যে ১৩৭ জনকে গতকাল শনিবার ইস্তাম্বুলগামী একটি বিশেষ ফ্লাইটে তুলে দিয়েছে তারা।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম টিআরটি জানিয়েছে, প্রথমে আন্দোলনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তারপর তাদের ইস্তাম্বুলের পুলিশ বিভাগের দপ্তরে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের জবানবন্দি রেকর্ড করা হবে। আন্তর্জাতিক জলসীমায় তুরস্কের নাগরিকদের ইসরায়েলের আটক করা নিয়ে একটি তদন্ত শুরু করেছে ইস্তাম্বুলের পাবলিক প্রসিকিউটরের দপ্তর। এই তদন্তের অংশ হিসেবে আন্দোলনকারীদের জবানবন্দি গ্রহণ করা হবে।

স্পেনে বিক্ষোভ : এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে স্পেনের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে বার্সেলোনা শহরে। পুলিশের ধারণা, ৭০ হাজারের বেশি মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছেন। এদিন শিক্ষার্থীদের পক্ষে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় স্পেনের ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন। ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো’ স্লোগানে রাস্তায় নেমে আসে তারা।

জানা গেছে, সুমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা ৪৫০ জন কর্মীর মধ্যে অন্তত ৪০ জন স্প্যানিশ নাগরিক, যাদের মধ্যে বার্সেলোনার সাবেক মেয়রও রয়েছেন। বার্সেলোনার সাবেক ওই মেয়রের নাম আদা কোলাউ। তিনি ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই মেয়াদে শহরটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধএকসঙ্গে গাজা অভিমুখে ফ্রিডম ফ্লোটিলার সব নৌ-যান