চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর পাহাড়ে আধিপাত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীদের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে এক জন নিহত ও আরও ১৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় একজন নিহতের কথা পুলিশ স্বীকার করলেও তার নাম পরিচয় জানাতে পারেনি।
জানা যায়, সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ের জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে গতকাল শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। আজ শনিবার ভোর পর্যন্ত থেমে থেমে তীব্র গোলাগুলির এক পযায়ে সেখানে অন্তত ১ জন নিহত ও ১৩ জন গুলিবিদ্ধ হয়ে জখমপ্রাপ্ত হয়।
এদিকে একজন নিহত হলেও শনিবার রাত পযন্ত নিহত ব্যক্তির পরিচয় বা তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এলাকাবাসী জানিয়েছেন, শনিবার ভোর পযন্ত দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলিতে উত্তপ্ত ছিলো জঙ্গল সলিমপুর। গোলাগুলিতে জাবেদ (৩৮), জাকির (৪৮), তানভীর (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম, ইসমাইল হোসেন বাবু (৩০) জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭) মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), রায়হান (১৮), শামীম (২৯) নামক অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া একজন নিহত হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড থানা সার্কেলের এডিশনাল এসপি লাবিব আব্দুল্লাহ বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের সংঘর্ষে একজন নিহত ও আরও অনেকে আহত হয়েছে বলে শুনেছি। তবে তাদের সম্পর্কে আমরা এখনো বিস্তারিত জানি না। লাশ কোথায় আছে সে বিষয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরে আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার রাত থেকে গন্ডগোলের কথা শুনেছি। কে বা কারা এসব করছে তা জানি না। আমি এসব জানতে পেরে পুলিশকে আইন-শৃঙ্খলা রক্ষা করতে বলেছি। কিন্তু সেখানে একজন নিহত বা আহত হবার তথ্য আমার কাছে নেই।