‘ডাক দিয়ে যাই’ এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো- স্লোগানে নৈতিক শিক্ষাকে যুক্ত করতে হবে : মেয়র

| শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

বাউবি দিবস উদযাপন, বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন ‘ডাক দিয়ে যাই’ এর ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের নবাগত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. মো. শাহাদাত হোসেন। উদ্বোধক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি টিপু সুলতান। সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক পারভেজ খানের সার্বিক পরিচালনায় ও কার্যকরী কমিটির সহযোগীতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ফরহাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মো. সরোয়ার, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিনা ফারজানা পিংকি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী জাকির হোসেন, প্রকাশনা সম্পাদক কাজী শাহাজাহান ও সাংগঠনিক উপদেষ্টা আলী আজম বাবলু।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষক তাজুল ইসলাম, সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর, রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুলের শিক্ষক মুজিবল হক, আব্দুল হাকিম ও সোহেল খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ও অর্থ সম্পাদক সাদিয়া চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চল কমিটির ১৭১ সদস্যদের শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি টিপু সুলতান।

প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালোএই স্লোগানের সাথে প্রতিটি মানুষের নৈতিক শিক্ষা প্রয়োজন। তিনি চট্টগ্রাম শহরকে গ্রিন সিটি, হেলদি সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। চসিক মেয়র ‘ডাক দিয়ে যাই’ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউছিয়্যতের স্বর্ণময় ইতিহাসে বর্ণময় হযরত গাউছুল আজম (রা.)
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে স্থগিত অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার