চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে কেকেআরসি। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত একতরফা ফাইনালে কেকেআরসি ৬ উইকেটে আম্বিয়া স্পোর্টসকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। ব্যাটে–বলে দুর্দান্ত খেলেছে কেকেআরসি। শোয়েব, রিফাত, সোহেলদের বোলিং এর পর তালহা জোবায়েরের ব্যাটিং সহজ জয় পাওয়ার পাশাপাশি শিরোপা জিতিয়ে দেয় কেকেআরসিকে। টসে জিতে ব্যাট করতে নামা আম্বিয়া স্পোর্টস প্রথম ওভারেই হারায় সাব্বির শিকদারকে। ৯ রানে যেতে আরেক ওপেনার মুনতাসিরকে হারায় আম্বিয়া। দুজনকে ফেরান শোয়েব। ২৫ রানে পৌঁছাতে শামসুদ্দিন বাপ্পাকে ফেরান রিফাত। এদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। তবে শহীদুল ইসলাম একপ্রান্ত ধরে রাখলেও অপরপ্রান্তে দ্রুতই ফিরেন ওবায়দুল্লাহ এবং আবুল হাসনাত। শহীদুল এবং জয় মিলে দলকে কিছুদুর টেনে নিয়ে যান। ৩৪ বলে ৩০ রান করে ফিরেন জয়। যা আম্বিয়া স্পোর্টসের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শহীদুল ফিরেছেন ২২ বলে ২৪ রান করে। শেষদিকে সাংমনের ১৬ বলে ১৫ রানের সুবাধে নির্ধারিত ২০ ওভারে ১০৯ রান সংগ্রহ করে আম্বিয়া স্পোর্টস। কেকেআরসির মোঃ শোয়েব ৪ ওভার বল করে ৯ রানে ৩ উইকেট নিয়ে আম্বিয়া স্পোর্টসকে স্বল্প রানে বেধে ফেলতে বড় ভুমিকা রাখে। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন রিফাত এবং সোহেল। একটি উইকেট নিয়েছেন মোমিন। ১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় কেকেআরসি। ১১ রান করে ফিরেন ফারদিন খান। এক রান পর ফিরেন আরেক ওপেনার হান্নান। ১৫ রান করেন তিনি। দুজনকেই ফেরান আবুল হাসনাত। ৪১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও তালহা জোবায়ের এবং আবদুল কাদের রাসেল মিলে । ৫০ রান যোগ করে দলকে জয়ের কিনারায় নিয়ে যান। ২৫ বলে ৪টি ছক্কায় ৩৯ রান করা তালহা জোবায়েরকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন ওবায়দুল্লাহ। তবে শোয়েবকে নিয়ে ৩ ওভার হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রাসেল। অধিনায়ক রাসেল অপরাজিত থাকেন ২২ রান করে। ১৩ বলে ১৫ রানে অপরাজিত থাকেন মোঃ শোয়েব। আম্বিয়া স্পোর্টসের পক্ষে ২টি উইকেট নিয়েছেন আবুল হাসনাত। একটি করে উইকেট নিয়েছেন শামসুদ্দিন বাপ্পা এবং ওবায়দুল্লাহ। কেকেআরসির মোহাম্মদ শোয়েব তার অল রাউন্ড নৈপূন্যের জন্য ফাইনালের ম্যাচ সেরা নির্বাচিত হন। টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছেন কেকেআরসির সাজেদুল আলম রিফাত। ১৭ টি উইকেট নিয়েছেন তিনি। পুরস্কার হিসেবে নগদ ৫ হাজার টাকা এবং ট্রফি পেয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন রিফাত। পেয়েছেন নগদ দশ হাজার টাকা এবং ট্রফি।
খেলা শেষের প্রায় দেড় ঘন্টা পর পুরস্কার বিতরন করা হয়। লম্বা সময় খেলার পর পুরস্কারের জন্য দেড় ঘন্টার বেশি সশয় অপেক্ষা করতে হয় খেলোয়াড়দের। অবশেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর হাফিজুর রহমান, সিরাজুদ্দিন মোঃ আলমগীর, সৈয়দ শাহাবুদ্দিন শামীম, মোহাম্মদ শাহজাহান, শওকত হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য ফজলে দাইয়ান, ফাইজান খান, শাহরিয়ার জামি, ফজলে হাসান মাহমুদ।