চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আজিজুল হক চেয়ারম্যান বলেছেন, জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে শ্রীপুর–খরনদ্বীপ ইউনিয়নকে পুনরায় চট্টগ্রাম–৮ বোয়ালখালী সংসদীয় আসনের সাথে সংযুক্ত করে ইতিমধ্যে চুড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে, যার ফলে উক্ত ইউনিয়নের জনসাধারণের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হয়েছে। তিনি বলেন, দেশবাসী চায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। এই একটি গণতান্ত্রিক ব্যবস্থা তাই প্রার্থীকে নয় দলের প্রতীককে প্রাধান্য দিয়ে নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। তিনি তারুণ্য নির্ভর, অর্থনীতি নির্ভর, বেকারমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি গত ১ অক্টোবর বোয়ালখালী উপজেলার শ্রীপুর কল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহানবমীতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শ্রীপুর রক্ষাকালী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ সংঘের সভাপতি এস প্রকাশ পাল। সংঘের সাধারণ সম্পাদক পলাশ মল্লিকের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ৮নং শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজাদ খান, সিনিয়র সহ–সভাপতি মো. মোজাম্মেল, সদস্য সচিব এমদাদ আনসারী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ–সভাপতি মো. দৌলত, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম, কল্যাণ সংঘের উপদেষ্টা সুধীর তালুকদার, রতন চৌধুরী, শ্যামল পাল, স্বপন দাশ, রতন কান্তি দে, উত্তম ভক্ত লিটন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ–সভাপতি মো. শাহরুজ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. বাবর, মো. কহিদুল, মো. দিদার আলম, উপজেলা যুবদল নেতা মাহমুদুল রুবেল, মো. হাসান, মো. নান্নু, মো. জুয়েল, মো. আজাদ, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা কাজল, মোরশেদ, আকতার হোসেন, শাকিল, জোবায়ের, শিমুল, শাহেদ, ইমরান, মুন্না, শাহাদাত, আজাদ, ওসমান প্রমুখ। শেষে অনুষ্ঠিত হয় শুভ্রম একাডেমির পরিচালনায় নৃত্যনাট্য ‘মহিষাসুর মদ্দিনী’। এর আগে ১ম ও ২য় দিনে অনুষ্ঠিত হয় বিশেষ নাটিকা ‘মাটির প্রতিমায় মায়ের দর্শন’ এবং টিভি–বেতার ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।