ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি স,ম, হামেদ হোসাইন বলেছেন, ইসলামী ব্যাংক থেকে দক্ষতা মূল্যায়ন পরীক্ষার নামে প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তা কর্মচারীকে গণহারে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিন্দনীয়। তিনি আরও বলেন, ইতিমধ্যে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ দুই শতাধিক বৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে বিনা নোটিশে অন্যায়ভাবে ছাটাই করেছেন। আবার মূল্যায়ন পরীক্ষার নামে চট্টগ্রাম বিদ্বেষী একটি চক্র সম্পূর্ণ হিংসার বশিভূত হয়ে ৪ হাজার ৯৫৩ জনকে ওএসডি করে তাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত চরম অমানবিক। এহেন অমানবিক অবিবেচনামূলক সিদ্ধান্ত অসংখ্য পরিবারের রুটি–রুজির উপর হস্তক্ষেপ বলে মন্তব্য করে তিনি বলেন, পূর্বেকার ব্যাংক ম্যানেজমেন্ট কর্তৃক অন্যায় অনিয়মের দায় সাধারণ কর্মকর্তা কর্মচারী কেন নিবে?
২ অক্টোবর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বাঁশখালী উপজেলা শাখার দলিয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত মন্তব্য করেন। উপজেলা শাখার সভাপতি মাওলানা বশির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ নুরুল আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আবদুল মালেক আশরাফী, প্রবাসী নেতা মুহাম্মদ আলী আছগর খাঁন, জাহাঙ্গীর আলম, অধ্যাপক কাজী সুলতান আহমদ, মাওলানা মনসুর আলম, মাস্টার সিরাজুল হক, মাওলানা মোজাম্মেল হক, মাস্টার হামিদুর রহমান সিকদার, ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন জাহেদ, হাফেজ মাওলানা ইসহাক, যুব ফ্রন্ট সভাপতি সিহাব উদ্দীন, সাধারণ সম্পাদক হাফেজ ওসমান গণী সিকদার, এডভোকেট মনসুর আলম, ছাত্রসেনার সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী ইফাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।