সীতাকুণ্ডে চঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি ওমর ফারুককে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব–৭ চট্টগ্রাম। র্যাব–৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ২০২৫ সালের ২১ আগস্ট গণধর্ষণ মামলার ১নম্বর এজাহারনামীয় প্রধান আসামি ওমর ফারুক চাঁদপুর সদর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে র্যাব–৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চাঁদপুর জেলার সদর থানাধীন ঢালীর ঘাট বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সীতাকুণ্ড মুরাদপুর জেলে পাড়া এলাকার বাসিন্দা মাহবুল আলমের ছেলে আসামি ওমর ফারুক (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।