বাঁকখালী নদীর তীর ফের দখল, অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের প্রাণ বাঁকখালী নদীর তীর আবারও দখলের মহোৎসব চলছে। আদালতের নির্দেশে দখলমুক্ত করা জায়গায় পুনর্দখল শুরু হলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন গতকাল শুক্রবার সকাল ১১টায় অভিযান চালায়। কস্তুরাঘাট সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মালিকদের এক দিনের মধ্যে স্বেচ্ছায় মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

বিআইডব্লিউটিএ’র কক্সবাজার বন্দর কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াকি বলেন, গত সেপ্টেম্বরে আমরা পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করে শত একরের বেশি জায়গা দখলমুক্ত করি। কিন্তু অল্প সময়ের মধ্যেই দখলদাররা আবার স্থাপনা গড়ে তুলেছে। তাই বাধ্য হয়েই নতুন অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, ২০১৯ সালের যৌথ জরিপ অনুযায়ী বাঁকখালী নদীর সব অবৈধ স্থাপনা ধাপে ধাপে উচ্ছেদ করা হবে। নদী বন্দর এলাকায় কোনো স্থাপনা রাখার সুযোগ নেই। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অভিযান চালানো হবে।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট হাইকোর্ট বাঁকখালী নদীর সীমানা নির্ধারণ করে চার মাসের মধ্যে সব দখলদার উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয়। এরপর সেপ্টেম্বরে প্রথম দফায় উচ্ছেদ অভিযান শুরচ হলেও স্থানীয় দখলদারদের বাধার মুখে তা আংশিকভাবে স্থগিত হয়। অভিযানের পরও বারবার পুনর্দখল হওয়ায় স্থানীয় সচেতন মহলের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, নদী রক্ষায় প্রশাসনের উদ্যোগ অব্যাহত ও আরও কঠোর হওয়া জরুরি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার