লোহাগাড়ায় সংস্কারের কিছুদিন পরই ডলুখালের পাড় দেবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উপজেলার পুটিবিলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছুটার পাড়া এলাকায় এ ধস দেখা দিয়েছে। এতে স্থানীয়দের চলাচলে নেমে এসেছে চরম দুর্ভোগ।
জানা যায়, প্রায় আড়াই মাস পূর্বে ছুটার পাড়ার ইছহাকের বাড়ি সংলগ্ন ডলুখালের পাড়ে চলাচলের পথের অন্তত ১৩০ ফুট ভাঙন সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড। এর কিছু দিন পর ভারি বৃষ্টিতে খালের পানির স্রোতে সংস্কার অংশে পুনরায় ধস দেখা দিয়েছে। যার ফলে ওই এলাকার হাজারো মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয়রা জানান, খালের পাড় দেবে গিয়ে রাস্তা ভেঙে পড়েছে। ফলে হেঁটে চলাচল করাও এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সংস্কার প্রকল্পে ঠিকমতো নজরদারি না থাকায় দায়সারা কাজ হয়েছে। যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিকল্প কোনো চলাচলের পথ না থাকায় লোকজনকে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে। দ্রুত টেকসই সংস্কারপূর্বক চলাচলের পথ সুগম করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের পাড় দেবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় মিয়া পাড়া, ছুটার পাড়া ও জকরিয়া পাড়ায় বসবাসকারী প্রায় আড়াই হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এসব এলাকার শত শত শিক্ষার্থী প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে যে সড়ক দিয়ে, সেটিই এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। দ্রুত টেকসই ও স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ না করলে, পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
খালপাড়ের বাসিন্দা রুবি আকতার জানান, সড়কটি দেবে যাওয়ার পর থেকে আমরা আতঙ্কে আছি। বৃষ্টি হলেই ভয়ে ভয়ে থাকি, কখন যে খালের ভাঙনে আমার ঘরটা বিলীন হয়ে যায়। দ্রুত যদি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমার ঘরটা যেমন বাঁচবে, তেমনি এলাকার মানুষেরও অনেক উপকার হবে। আরও ক্ষতি হওয়ার আগেই জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত ও সুরক্ষার ব্যবস্থা নেওয়া হোক।
মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম জানান, সংস্কারের কিছুদিন পরই সড়কটি দেবে যাওয়ায় এলাকাবাসীকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিনই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে স্কুলে যেতে হচ্ছে। দ্রুত দেবে যাওয়া সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম জানান, প্রায় আড়াই মাস আগে পানি উন্নয়ন বোর্ড ডলুখালের ছুটার পাড়ার অংশে প্রায় ১৩০ ফুট সড়ক সংস্কার কাজ শেষ করে। কিন্তু দুঃখের বিষয়, কাজটি মজবুতভাবে হয়নি। কাজের কিছুদিন পরেই ভারি বর্ষণে ডলুখালের তীব্র স্রোতে সড়কটি দেবে গেছে। এটি আমাদের চলাচলের একমাত্র সড়ক। শত শত শিক্ষার্থী, এলাকাবাসী ও যানবাহন এই সড়ক দিয়েই চলাচল করে। এখন তা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবি) চট্টগ্রামের উপ–বিভাগীয় প্রকৌশলী আনিস হায়দার জানান, সড়কটি দেবে যাওয়ার বিষয়টি স্থানীয়রা আমাদের জানিয়েছেন। দেবে যাওয়া অংশ পুনরায় সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বাজেট চাওয়া হবে। আশা করছি, সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই দেবে যাওয়া সড়কটির কাজ শুরু করা যাবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে দেবে যাওয়া সড়কটি সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।