জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নিজ ধর্ম সঠিকভাবে পালনে গড়ে উঠবে অন্যায়মুক্ত সমাজ। ধর্ম শুধু আচার–অনুষ্ঠান নয়, বরং সততা, সহানুভূতি ও ন্যায়ের পথচলা। প্রত্যেকে যদি তার ধর্মের মূলনীতি মেনে চলে, তবে সমাজে হিংসা, দুর্নীতি, অবিচার ও অন্যায় আপনাতেই কমে যাবে। কারণ সব ধর্মই শিক্ষা দেয় মানবিকতা ও ন্যায়বিচার। তিনি গত ১ অক্টোবর লোহাগাড়া উপজেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারী অধ্যক্ষ আ.ন.ম নোমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন দাশ ও সাধারণ সম্পাদক অর্জুন দাশ প্রমুখ।