ক্ষমতা ভাগাভাগির রাজনীতি জনগণ মেনে নেবে না

আনোয়ারায় ইসলামী ফ্রন্টের সমাবেশে এম এ মতিন

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেছেন, জুলাই বিপ্লবের স্বপ্ন থেকে সরকার দিন দিন দূরে সরে যাচ্ছে। নিবন্ধিত দলদের বাইরে রেখে সরকার দুই তিনটি দল নিয়ে ক্ষমতা ভাগাভাগির স্বপ্নে ডুবে আছে। ক্ষমতার ভাগাভাগির এই রাজনীতি জনগণ কখনো মেনে নেবে না। পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানে নেই। আর এই সরকারের সংবিধান সংশোধন করার কোনো ক্ষমতা নেই। সুতরাং সংবিধান বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা সমর্থন করি না। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্নিয়তের শাসন ব্যবস্থার বিকল্প নেই।

গতকাল বৃহস্পতিবার বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘি মোড়ে একটি কনভেনশন হলে ইসলামী ফ্রন্টের সাবেকবর্তমান দায়িত্বশীলদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোচেয়ারম্যান ড. এম এ অদুদ, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার। উদ্বোধক ছিলেন বিভাগীয় সাংগঠনিক সচিব এস এম শাহজাহান।

ইসলামী ফ্রন্ট আনোয়ারা পূর্ব পরিষদের সভাপতি মাওলানা আহমদ নুর কাদেরীর সভাপতিত্বে ও প্রস্তুতি কমিটির সচিব মাস্টার নুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট আনোয়ারা পশ্চিম পরিষদের সভাপতি মনির আহমেদ আনোয়ারি। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ মোরশেদ আলম মুন্সী। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল অদুদ, অধ্যক্ষ আবদুল খালেক শওকী, মাস্টার আবুল হোসেন, মুহাম্মদ জসিম উদ্দিন, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম খাঁন, অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম, কাজী শাকের আহমেদ, আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্ট নেতা কাজী বদরুজ্জামান নঈমী, মাস্টার আবদুল হালিম, মাস্টার মুহাম্মদ ইয়াকুব, নাজিম উদ্দীন, উপজেলা আহলে সুন্নাত সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হক নঈমী, শাহজাদা আবদুল কাদের চাঁদমিয়া, মাওলানা ফিরোজ মিয়া, রফিকুল ইসলাম তৈয়বী, যুবনেতা মুহাম্মদ মুনিরুল ইসলাম, কর্ণফুলী উপজেলা ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা মুহাম্মদ মুছা ও মাস্টার আবুল মনছুর। সমাবেশে ড. এম এ অদুদ বলেন, সাধারণ জনগণকে সম্পৃক্ত করে আমাদের এগিয়ে যেতে হবে। সুদৃঢ় ঐক্যের মাধ্যমে দলের বিজয় গড়ে তুলতে হবে। এডভোকেট আবু নাছের তালুকদার বলেন, আনোয়ারাকর্ণফুলী সুন্নিয়তের উর্বর ভূমি। এখানে যোগ্য নেতা আছেন। আগামীতে কুরআনসুন্নাহর প্রতিনিধিকে সংসদে পাঠাতে এক হয়ে কাজ করতে হবে। মাওলানা এস এম শাহজাহান বলেন, নির্বাচনে যেই প্রার্থী হোক ঐক্যের বিকল্প নাই। মানুষ সুশাসন চায়। নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন সময়ের দাবি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ইয়াবাসহ আটক ১
পরবর্তী নিবন্ধসাড়ে ৫ হাজার ব্যাংকার ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে