১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন বাঁশখালীর ১১ তরুণ

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৭:১৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মাত্র ১২০ টাকায় বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ১১ জন।  গতকাল বৃহস্পতিবার সকালে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম তাদের স্বাগত জানান। এ সময় ওসি বলেন, বাঁশখালী উপজেলা থেকে মাত্র ১২০ টাকায় আবেদন করে বাংলাদেশ পুলিশ বাহিনীর টিআরসি পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ১১ জন প্রার্থী। আমি তাদের আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি।

ওসি আরও বলেন, আপনারা খুবই ভাগ্যবান, আপনাদের উপর জনগণের জানমাল, সম্মান ও নিরাপত্তা রক্ষার গুরু দায়িত্ব অর্পিত হয়েছে। প্রশিক্ষণকালীন সময়ে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমেই একজন সৎ ও দক্ষ পুলিশ সদস্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

নিয়োগপ্রাপ্ত সদস্যগণ মেধা ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তারা চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধগরিব উল্লাহ শাহ’র (রঃ) বার্ষিক ওরশের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধবলুয়ার দিঘি খানকায় ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল আজ