তারেক রহমানের নেতৃত্বে ভোটে অংশ নেবে বিএনপি : হুমায়ুন

| শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেখানে তারেক রহমানই বিএনপির নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন তার উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে। খবর বিডিনিউজের।

তারেক রহমান কবে দেশে ফিরবেনএ প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, যেহেতু তিনি দলের নেতৃত্ব দেবেন, সেজন্য উনার দেশে আসাটা তো স্বাভাবিক, উনি আসবেন। তারিখ যখন ঠিক হবে, তখন আপনারা জানতে পারবেন। তিনি বলেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, এ নিয়ে কোনো শঙ্কার অবকাশ নেই। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তরিকভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউইয়র্কে এনসিপির ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে যে তারা সন্ত্রাসী সংগঠন।

পূর্ববর্তী নিবন্ধআলোর দিশার ৭ম মোটিভেশন ও কুইজ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধপ্রার্থী ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা আগামী রোববার