আলোর দিশার ৭ম মোটিভেশন ও কুইজ প্রতিযোগিতা

| শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে আলোর দিশার উদ্যোগে ‘প্রিয়নবী মুহাম্মদ (.)’ শীর্ষক ৭ম মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার চান্দগাঁওস্থ ছাফা মোতালেব উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়া উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মূল বক্তব্য বাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। তিনি নবী করিমের (.) গুণাবলী চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরো বলেন, স্মার্টফোনের সুফলের চেয়ে কুফল বেশি। কিশোরকিশোরী ও তরুণ তরুণীদের সময়, মেধা, ঘুম সবই কেড়ে নিচ্ছে এ অত্যাধুনিক প্রযুক্তি। নৈতিকতা এখন শূন্যের কোঠায় নেমে আসছে। এ বিষয়ে অভিভাবক, শিক্ষক ও রাষ্ট্রকে ভাবার সময় এসেছে। সভাপতি তাঁর বক্তব্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে আলোর দিশার যুগোপযোগী পদক্ষেপ ও কর্মসূচির প্রশংসা করেন। এতে উপস্থিত ছিলেন স্কুলের ধর্মীয় শিক্ষক আবু ছালেহ, গণিত শিক্ষক মোহাম্মদ রিয়াদ, ইংরেজি শিক্ষক আসাদুজ্জামান রাসেল, আইটি সহকারী জাহিদ হাসান, পিআরও মোহাম্মদ ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক তাহামিম, সানজিদ প্রমুখ। আলোচনা শেষে ১০০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাটডাউন যুক্তরাষ্ট্রে দু’দিনের মধ্যেই শুরু হবে গণছাঁটাই
পরবর্তী নিবন্ধতারেক রহমানের নেতৃত্বে ভোটে অংশ নেবে বিএনপি : হুমায়ুন