দুর্গাপূজাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে সামপ্রদায়িক সমপ্রীতি ভাঙার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এই চেষ্টা সবাই মিলে প্রতিহত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি জেলা সদরের আনন্দনগর ও শান্তিনগর মণ্ডপ পরিদর্শনে গিয়ে পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, খাগড়াছড়িতে স্থানীয় মানুষের বিজয় হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের পূজাকে সামনে রেখে যে সাম্প্রদায়িক সমস্যা হতে যাচ্ছিল সেটি সবাই মিলে যেভাবে প্রতিহত করেছে তা দেশের অন্যান্য অঞ্চলের জন্যও উদাহরণ হয়ে থাকবে। আগামী দিনগুলো জনজীবন একেবারে স্বাভাবিক থাকবে। খাগড়াছড়ি সামনের দিকে অগ্রসর হবে।
তিনি বলেন, সামপ্রদায়িক সমপ্রীতি নষ্টের যে অপচেষ্টা হয়েছিল, স্থানীয় জনগণ সেটি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে। এটি জনগণের বিজয়। সেনাবাহিনী সর্বদা সজাগ রয়েছে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রিজিয়ন কমান্ডারের সঙ্গে ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম ও রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর কাজী মোস্তফা আরেফিন। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, সাধারণ সম্পাদক টমাল দাশ লিটনসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন