সীতাকুণ্ডে গণধর্ষণ মামলার পলাতক আসামি খোকনকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। গতকাল বৃহস্পতিবার তার নিজ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ধর্ষণ মামলার এহাজার নামীয় ৩ নম্বর পলাতক আসামি খোকন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকায় অবস্থান করেছে।
এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে র্যাব–৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন পশ্চিম মুরাদপুর এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকার বাসিন্দা মৃত হানিফের ছেলে পলাতক আসামি খোকন (২৪) কে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি খোকনকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।