ধর্মীয় সংহতি ও সামাজিক একতা ধরে রাখতে হবে

শারদীয় উপহার বিতরণ ও মণ্ডপ পরিদর্শনে বক্তারা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

পূর্ব বাকলিয়া ওয়ার্ড : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সন্তান শামসুল আলমের উদ্যোগে গতকাল পূর্ব বাকলিয়া ওয়ার্ডে সনাতনী ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ পরিদর্শন এবং নিজ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু ও ১৮ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব, সদস্য সচিব আলী আজগর, যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর, মোঃ ইসহাক, সদস্য এডভোকেট শাহেদ, এটিএম তৈয়ব, সরওয়ার, আবদুল জলিল, ইমতিয়াজ উদ্দিন অপু, ফরহাদ হোসেন পারভেজ, জিসান ও ইমন।

হাটহাজারী মীর হেলাল : হাটহাজারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে নন্দীরহাটস্থ শ্রী শ্রী নিস্তারিনী কালি মন্দির, চৌধুরীহাট পল্লী মঙ্গল সমিতি ও উত্তর মাদার্শা ইউনিয়নের এবং এর আগেরদিন মেখল ইউপির পুন্ডরীক ধাম, বনিকপাড়া পূজা মন্ডপের আয়োজকদের হাতে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান এ চেক তুলে দেন। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান বলেন, দুর্গাপূজার মতো উৎসব হয়ে উঠুক সমপ্রীতির সেতুবন্ধন, যেখানে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয় সবার মধ্যে। এসময় পূজা মন্ডপ আয়োজক ও বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, নন্দোগোপাল বনিক, স্বপন কুমার বনিক, নেপাল চন্দ্র বনিক, লিটন কান্তি বনিক, নিমাই দত্ত,কল্লোল দত্ত, এবং বিএনপি নেতা জালাল উদ্দীন মেম্বার, রফিক মেম্বার, কাজী এরশাদ, শিবলু, কাজী জাকির, নূর আলী চৌধুরী, জামাল সাওদাগর, মৌলানা ইয়াহিয়া, জাবেদ, যুবদল নেতা নাসির উদ্দীন, শামিম চৌধুরী প্রমুখ।পটিয়া এলডিপি : পটিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বাসিন্দাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে এ সহায়তা তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও শিল্পপতি এম এয়াকুব আলী। এসময় এম এয়াকুব আলী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এ উৎসবকে কেন্দ্র করে সনাতন সমপ্রদায়ের মানুষ যেন আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেজন্য এলডিপির পক্ষ হতে এ ক্ষুদ্র সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও মানুষের দুঃখসুখে পাশে থাকার অঙ্গীকার আমরা অব্যাহত রাখব। সহায়তা প্রদানের সময় পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, স্থানীয় এলডিপি নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী সমপ্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাঁশখালী মিশকাতুল ইসলাম চৌধুরী : বাঁশখালীর নেতাকর্মীদের সাথে নিয়ে পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, পৌরসভা ও বৈলছড়ী, সরল, চাম্বল, নাপোড়া, শেখেরখীল ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন এবং মন্দিরের দায়িত্বরত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বুলবুল, জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্য মাস্টার লোকমান আহমেদ, পৌর বিএনপির সাবেক আহবায়ক রাসেল ইকবাল মিয়া, জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট লায়ন নাছির উদ্দীন, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুল রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল কাদের চৌধুরী, এডভোকেট শওকত উসমান, খোরশেদুল আলম আইয়ুব, শীলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, আশেক এলাহী সোহেল, আব্দুল মতলব, জিয়াউদ্দিন, আব্দুস সবুর, হুররুম রেজা, আব্দুল মন্নান, আরফাতুল ইসলাম, নুরুল আলম, রবিউল হাসান শাপলা, নুরুল ইসলাম, আহমেদ ছগীর তালুকদার, প্রণব কুমার দাস, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী মানিক, আবুল কালাম, আমির হোসেন, রমিজ উদ্দিন, তমিজুর রহমান, হেফাজ উদ্দিন, মোশাররফ হোসেন, শহিদুল কায়সার বাদশা, শারাবন তাহুরা কলি, এডভোকেট মাহমুদুল ইসলাম, আব্দুস সবুর, দিদারুল আলম, আব্দুল মন্নান, এস এম তৈয়ব প্রমুখ।

মীরসরাই বিএনপি জাসাস : মীরসরাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাসাস মীরসরাই উপজেলার সহ সভাপতি ও ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলমগীর। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার আবুতোরাব বাজারের বিখ্যাত জগন্নাথধাম পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ ৩০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এসময় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। জগন্নাথধাম ছাড়াও মঘাদিয়া রমনি মোহন বনিক বাড়ি মন্ডপ, মঘাদিয়া বড় বণিক বাড়ি মাতৃমন্দির, মঘাদিয়া হিন্দুপাড়া শারদীয় দুর্গা মন্দির, দাসপাড়া দূর্গা মন্দির ও মাস্টারপাড়া দূর্গা মন্দির পরিদর্শন ও এসব পূজামণ্ডপের প্রত্যেকটিতে নগদ ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন তিনি। এসময় প্রতিটি পূজা মন্ডপে অসহায় দরিদ্রদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেন তিনি। এর আগে মন্ডপগুলোর শোভাবর্ধনের জন্য বিভিন্ন প্রজাতির ফুলগাছ বিতরণ করেন তিনি। মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল্লাহ, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিল্লাহ হোসেন চৌধুরী, উপজেলা যুবদল নেতা আজাদ হায়দার চৌধুরী রাজিব, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ, ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সিনিয়র সভাপতি (প্রস্তাবিত) এছাক মিয়া প্রকাশ খানসাব, মঘাদিয়া ৪ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি তারেক হোসেন, মঘাদিয়া রমনি মোহন বনিক বাড়ি মন্ডপের সভাপতি বাসুদেব বনিক, রিংকু বনিক, মঘাদিয়া বড় বণিক বাড়ি মাতৃমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব বনিক রানু, সাধারণ সম্পাদক হৃদয় বণিক প্রমুখ।

রাউজান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদ : রাউজানে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার রাতে রাউজান সদর ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডে রমজান আলী হাট বাজার সংলগ্ন এলাকায় আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদের উপদেষ্টা মোহাম্মদ রাশেদের তত্ত্বাবধানে সনাতন ধর্মাবলম্বী নারীপুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ রেওয়াজ। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ রাশেদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। বিশেষ অতিথি ছিলেন ওসমান গণি, মো. শাহ নেওয়াজ, আবদুল মোনাফ, পরিষদের সভাপতি মো. হাসেম মণ্ডল, সহসভাপতি মো. আবদুল রশিদ, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন আরাফাত, সহ সাধারণ সম্পাদক মো. মুন্না, শাহিন আলম, জুয়েল প্রমুখ।

কলাউজান নাথপাড়ায় দুর্গাপূজা উদযাপন পরিষদ : লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেছেন, শরৎকালীন দুর্গাপূজা আজ উৎসবে পরিণত হয়েছে। ধর্ম অনুশীলন মানুষেমানুষে বিভেদবৈষম্যসহিংসতা নিঃশেষ করে প্রেম, সৌহার্দ্য, সমপ্রীতি বাড়ায়। তিনি লোহাগাড়ার কলাউজান নাথপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ আয়োজিত ধর্মসম্মিলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপসহকারি কৃষি কর্মকর্তা শিবু কান্তি নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বরিশাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক চন্দন কান্তি নাথ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। সংবর্ধিত অতিথি ছিলেন জুডিসিয়াল সার্ভিসের সহকারি জজ রিগ্যান বড়ুয়া সৌরভ। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহীদ আহমেদ জাকি, কলাউজান ডা. ...সি. উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল আলম চৌধুরী, কলাউজান মৈত্রী বিহারের সভাপতি শিক্ষক রুপন বড়ুয়া, কলাউজান নাথপাড়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক রূপন কান্তি নাথ, গণমাধ্যমকর্মী ছাত্তার সিকদার। পরিষদ কর্মকর্তা বসন্ত কুমার নাথের সঞ্চানলায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক কাঞ্চন দেবনাথ নান্টু। চণ্ডীপাঠ করেন আশুতোষ নাথ। রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ দেবনাথের রচনা ও পরিচালনায় ধর্মীয় নাটক মঞ্চস্থ করা হয় এবং টিভি, বেতার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ : চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দুর্গাপূজার মহানবমীতে বুধবার (১ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং দশনার্থীদের সাথে কুশল বিনিময় করা হয়। দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝুন্টু চৌধুরীর নেতৃত্বে চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি শিল্পপতি বাবুল ঘোষ বাবুন, জিতেন কান্তি গুহ, সন্তোষ রন্‌জন দাশগুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক প্রণব দাশগুপ্ত, তাপস কুমার দে, পরিমল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভবশংকর ধর, অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, সাধন সিংহ, ডা. বিধান চন্দ্র ধর, বিকাশ ধর, যাদব সদ্দার, জুয়েল দাশ, লোহাগাড়া উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক ডা. সুজন কান্তি নাথ, সহসভাপতি প্রিয়তোষ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রনি দাশ প্রমুখ।

সাতকানিয়ার পুরানঘর ও ধর্মপুর ইউনিয়ন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় রাজিব জাফর চৌধুরী ইউসিবি ব্যাংক পিএলসির স্পন্সর ডিরেক্টর, উত্তর সাতকানিয়ার সভাপতি এবং উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ ও আসমা মফজাল গার্লস হাই স্কুলের সভাপতির পক্ষ থেকে উত্তর সাতকানিয়ার পুরানঘর ও ধর্মপুর ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় দুই ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আনোয়ারা জামায়াতে ইসলামী : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় বারখাইন ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি পূজামণ্ডপে খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গত বুধবার রাতে বারখাইন ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাসান খোকা, সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহ ও বারখাইন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেন, সেক্রেটারি মাহফুজ কলি, জামায়াত নেতা আব্দুল করিম, নুরুল করিম, আব্দুল কাদের, আবু তৈয়ব, মো. ফয়সাল প্রমুখ। বারখাইন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ধর্মীয় সমপ্রীতি ও মানবিক সহায়তার অংশ হিসেবে ইউনিয়নে ১০টি পূজা মন্ডপে আর্থিক ও খাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

হাইদচকিয়ায় সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ : ফটিকছড়ির হাইদচকিয়ায় সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদ পরিচালিত সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দুর্গাপূজায় বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। সর্বজনীন দুর্গা মাতৃমন্দির, বিষ্ণু মন্দির, নবগ্রহ ও ত্রিনাথ মন্দিরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুন কুমার আচার্য্য। প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। তিনি তার বক্তব্যে সূর্যগিরি আশ্রম সর্বজনীন দুর্গা মন্দিরকে পাইন্দং কেন্দ্রীয় দুর্গা মন্দির হিসাবে ঘোষণা করেন। সকালে ১ম পর্বে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় পাইন্দং ইউনিয়নের গীতা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৪টি বিভাগে ৫টি বিষয়ে প্রায় ১১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। গীতাপাঠ বিষয়ে দায়িত্বে ছিলেন শিক্ষক টিটু কুমার মহাজন ও শিক্ষক পার্থ ঘোষ। ছড়া, কবিতা ও উপস্থিত বক্তৃতা বিষয়ে দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণাকলি আচার্য্য ও শিক্ষক দেবাশীষ দেব। একক সংগীত ও নৃত্য বিষয়ে দায়িত্বে ছিলেন শিক্ষক অর্চ্চনা রানী আচার্য্য ও শিক্ষক প্রবীর কুমার আচার্য্য। অনুষ্ঠানে গীতা স্কুলের শিক্ষক উজ্জ্বল দে, রুপনা আচার্য্য, চৈতি বণিক, মিতি বণিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অতিথি শিল্পী ত্রিপর্ণা মহাজন, পরম ঘোষ, নয়ন আচার্য্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় আচার্য্য, সাধারণ সম্পাদক নয়ন দাশ, উজ্জ্বল দেব, কুমার রতন আচার্য, সজীব দে, হিমেল আচার্য লালন, রূপনা আচার্য, টিপলু পাল, অনির্বাণ আচার্য (জয়), তরুন কুমার আচার্য্য, হিমেল আচার্য, তিসা রাণী শীল, পার্থিবান আচার্য সুজয়, পুষ্পলতা আচার্য, স্বপ্না চক্রবর্ত্তী মুন্নি, শিপ্রা আচার্য, রুবেল শীল, রণধীর শীল, শিক্ষিকা ডালিয়া মহাজন, রাজু শীল, কাজল নাথ, লিটন দাশ, অনির্বান আচার্য্য, মানিক বড়ুয়া, বিমল দাশ, সোনারাম আচার্য্য, লালু চক্রবর্তী, আকাশ শীল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বাগীশিক উপজেলা সংসদের কর্মকর্তা, ইউনিয়ন সংসদের কর্মকর্তা, গীতা স্কুলের অভিভাবকবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকানাইমাদারী কাদেরীয়া মাদ্রাসায় আলোচনা সভা
পরবর্তী নিবন্ধকাহলিল জিবরানের ছোট গল্প