চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম–১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিউল আলম। ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় ইপিজেড থানার দীপিকা সংঘসহ ৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সাহেদ, হালিশহর ৩৯ নম্বর যুব ওয়ার্ড সভাপতি আনিসুর রহমান, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক উত্তম শীল, পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু, ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন শীল, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের নগর সদস্য সাগর দাস, বাসু দেব, রুপন কর্মকার, সুমন দাস, সুজন মজুমদারসহ ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।