রাউজানে পৃথক দুটি অগ্নিকাণ্ডে পুড়েছে ২ বসতঘর ও দোকান

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

রাউজানের পৌরসভার ৬ ও ৪ নং ওয়ার্ডে দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ২ বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে। ৬ নাম্বার ওয়ার্ডের ছিটিয়াপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গত বুধবার গভীর রাতে। এই ঘটনায় পুড়ে যায় পারভেজ ও আবদুল মতিনের বসতঘর। গতকাল বৃহস্পতিবার ভোরে অপর অগ্নিকাণ্ড ঘটে ৪ নাম্বার ওয়ার্ডের সুলতানপুর এলাকার বিকাশ বড়ুয়ার চায়ের দোকানে। এই ঘটনায় তার দোকানঘরটি পুড়ে যায়। স্থানীয়রা জানিয়েছে ছিটিয়াপাড়ার আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। চুলার আগুন থেকে পুড়ে যায় বিকাশ বড়ুয়ার দোকান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিস থেকে লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রন আনে।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধ১২০ টাকা খরচে পুলিশে চাকরি পাওয়া ১০ তরুণকে মীরসরাই থানায় বরণ