সহযোগিতা করার অভ্যাস গড়ে তুলি

আবদুল্লাহ আল আজাদ | শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৬:৩৪ পূর্বাহ্ণ

মানুষ অভ্যাসের দাস। পরিবার, সহপাঠির সহচরে মানুষের অভ্যাস গড়ে ওঠে। ভালো অভ্যাসের কথা বলি। অনেকের মাঝে সকাল সকাল ঘুম থেকে উঠার অভ্যাস দেখা যায়।কেউ কেউ নিজেকে সুন্দর পরিপাটি করে রাখার অভ্যাস গড়ে তোলে। অনেকে আবার সময়মত খাওয়াদাওয়া, কাজকর্ম করে ফেলার অভ্যাস রাখে। পক্ষান্তরে মানুষকে সহযোগিতা করার অভ্যাস আমরা করতে পারি। কেউ ঠিকানা জানতে চাইলে তাকে তা দেখিয়ে দেয়া, কারো রাস্তা পার হতে অসুবিধা হলে তাকে সহযোগিতা করা। কেউ যত্রতত্র ময়লা ফেললে তাকে উপযুক্ত জায়গাতে ময়লা ফেলতে বলা। এরকম অসংখ্য কাজ আছে যে আমরা মানুষের সহযোগিতা করতে পারি। সব করতে না পারলেও কয়েকটা কাজ যদি আমরা করার অভ্যাস করতে পারি, তাহলে নিজে যেমন মানসিক শান্তি পাই, তেমনি দেশ দশের অনেক উপকার হয়। কিন্তু আমরা তার উল্টোটা করি। রাস্তায় কেউ হোঁচট খেয়ে পড়ে গেলে আমরা হাসি। কারো অসুখ হলে তার কাছ থেকে আমরা দূরে সরে যাই। যা মোটেও উচিত নয় আসলে কারো উপকার করলে বা কাউকে সাহায্য করলে নিজের সম্মান কখনো কমে না। তাছাড়া অনেক বিখ্যাত মানুষের মাঝে অন্যের ভালো করার অভ্যাস দেখেছি। তাঁরা অন্যকে ভালো উপদেশ দিত, অন্যের ভালো চায়ত। মানুষ মানুষকে সাহায্য সহযোগিতা না করলে এই সমাজ, এই দেশ, এই পৃথিবী কলঙ্কিত হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী’র সড়কগুলো প্রশস্ত করা হোক
পরবর্তী নিবন্ধমিথ্যের মিসাইল