চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনালের ইয়ার্ডে পণ্যবাহী একটি কন্টেনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৪০ ফুটি এই কন্টেনারে ব্যাটারি, মোবাইল, মোটরসাইকেল, কম্পিউটারের সরঞ্জাম রয়েছে। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে বন্দর সূত্র জানিয়েছে। সূত্র জানায়, বুধবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে কন্টেনারটি থেকে আচমকা ধোঁয়া বের হতে থাকে। তাৎক্ষণিকভাবে বন্দরের ফায়ার সার্ভিসসহ নিরাপত্তাকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গত ১৯ সেপ্টেম্বর এম ইয়োকোহামা জাহাজে সিঙ্গাপুর থেকে এফএফএইউ ৫৩১৪১৭৮ নম্বর কন্টেনারটি চট্টগ্রাম বন্দরে আনা হয়। ২৪ সেপ্টেম্বর কন্টেনারটি জাহাজ থেকে খালাস করে ইয়ার্ডে রাখা হয়। বুধবার রাত ৮টার দিকে কন্টেনারটি থেকে ধোঁয়া বের হতে থাকে। তাৎক্ষণিকভাবে বন্দরের পরিবহন বিভাগ, নিরাপত্তা বিভাগ, সিডিডিএল, কাস্টমস, এনএসআই এবং ডিজিএফআই’র উপস্থিতিতে ফায়ার সার্ভিসসহ নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, কন্টেনারটি থেকে ধোঁয়া বের হওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভবতঃ ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে ধারে কাছের সামান্য জিনিসপত্র পুড়লেও বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। কাস্টমস সূত্র জানিয়েছে, ঘটনার পর কন্টেনারটি থেকে অধিকাংশ জিনিসই বের করে আনা সম্ভব হয়েছে। তবে কিছু কার্টন ক্ষতিগ্রস্ত হয়েছে।