সদরঘাটে মোটরসাইকেলে এসে চারজনকে গুলি করে ও কুপিয়ে জখম

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকায় মধ্যরাতে পূর্ববিরোধের জেরে মোটরসাইকেলে এসে চারজনকে গুলি ও কুপিয়ে জখম করে পালিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে সদরঘাট থানা পূর্ব মাদারবাড়ির মহব্বত গলি পুরাতন কাস্টম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, পূর্ববিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। এক মাদক ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে এ হামলা হতে পারে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে গুলিবিদ্ধ হয় মো. রিয়াদ (১৭)। ছুরিকাঘাতে আহত হন মো. সাইফুল (১৭), মো. আরমান (২২) ও নুর উদ্দিন (২৪)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মেডিকেল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ রিয়াদের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, সদরঘাট থানার মহব্বত গলি পুরাতন কাস্টম এলাকায় রাস্তায় দাঁড়িয়ে কয়েকজন কিশোরতরুণ আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন যুবক এসে তাদের লক্ষ্য করে গুলিছুরিকাঘাত করে চলে যান। পুলিশ ও স্থানীয়রা জানান, হামলায় নেতৃত্ব দেন স্থানীয় সন্ত্রাসী নাক্কা আলম।

গত ১৪ সেপ্টেম্বর রাত আটটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী পূর্ব মাদারবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝিকে গ্রেপ্তার করে। জাহাঙ্গীর মাঝি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি। দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর মাঝি সদরঘাটসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও মাদক কারবারের সঙ্গে জড়িত। নাক্কা আলম জাহাঙ্গীর মাঝির ভাই। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দুই ভাই মিলে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তাদের বিরুদ্ধে হত্যা, মাদকের মামলা রয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, আমাদের অভিযান চলমান রয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দেওয়া হয়নি। তারা মামলা করলে আমরা মামলা নিব।

পূর্ববর্তী নিবন্ধসহজ ম্যাচে কঠিন জয়
পরবর্তী নিবন্ধযেভাবে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে ইসরায়েল