খানকায়ে আমানতীয়ায় ফাতেহা ইয়াজদাহুম কাল

| বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৮:৩৪ অপরাহ্ণ

গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানীর (রা.) ওরশ শরীফ (ফাতেহা ইয়াজদাহুম) উপলক্ষে খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার এই বিশেষ আধ্যাত্মিক মাহফিল অনুষ্ঠিত হবে কুতুবুল আকতাব শাহান শাহে বেলায়ত হজরত শাহ সুফি আমানত খান (রহ:) দরগাহ শরিফ প্রাঙ্গণে।

দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আলোচনা, জিকির ও ইবাদত শেষে বাদ আসর দোয়া ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হবে। আয়োজক কমিটি ধর্মপ্রাণ আশেকানে গাউসুল আজম এবং মুরিদ-ভক্তদের আন্তরিকভাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

হজরত শাহ সুফি আমানত খান (রহ:) দরগাহ শরিফ প্রাঙ্গণে আগামী শুক্রবার বাদ আসর (দিনব্যাপী কর্মসূচির পর) খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফ। হজরত শাহ সুফি আমানত খান (রহ:) ফাউন্ডেশন।

অনুষ্ঠানে আন্তরিকভাবে উপস্থিতি কামনা করেছেন আওলাদে বাবা জান কেবলা ও শাজ্জাদানসীন সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতী।

পূর্ববর্তী নিবন্ধএনসিপি যুবনেতার অর্থায়নে নগরীর ৪১টি ওয়ার্ডের মণ্ডপে পূজা উপহার পেলেন পুরোহিতরা
পরবর্তী নিবন্ধরাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন