সিটি মেয়রের সঙ্গে এলপি গ্যাস পরিবেশক সমিতির মতবিনিময়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম এলপি গ্যাস পরিবেশক সমিতির সদস্যদের ন্যায্য দাবি দাওয়া আদায়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গত শনিবার বিকেলে চট্টগ্রাম লালদীঘি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এলপি গ্যাস পরিবেশক সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সিটি মেয়র এই আশ্বাস দেন। মেয়র ডা. শাহাদাত হোসেন তাদের দাবিগুলো বিবেচনা করার জন্য জ্বালানি মন্ত্রণালয়, বিপিসি, পদ্মা, মেঘনা, যমুনা ও এসএওসিএল এর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি সমিতির নেতৃবৃন্দকে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যৌথভাবে বৈঠকের আয়োজন করবেন বলেও নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

সমিতির সভাপতি খোরশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা একরামুল করিম, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, যুগ্ম আহ্বায়ক আহমেদ উল আলম চৌধুরী রাসেল, সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী। সভায় সংগঠনের সহসভাপতি হাফেজ আবদুর রহিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী চৌধুরী, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম পাটওয়ারী, সহসাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম বাবুল, অর্থ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, সহঅর্থ সম্পাদক এনামুল হক ভূঁইয়া, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন কুসুম, আইন বিষয়ক সম্পাদক এস এম মফিজ উল্লাহ, কার্যকরী সদস্য মো. সোলায়মান, মো, শামীম চৌধুরী, মো. সালমান বিন হাবিব প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সমিতির পক্ষ থেকে ৫ দফা দাবি উপস্থাপন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে