সংরক্ষিত বনের ভেতর দিয়ে চলমান চকরিয়া–লামা–আলীকদম সড়কের চকরিয়া অংশে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। দুই দফার অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ডাকাতদলের পাঁচ সদস্যকে। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে দুইটি বন্দুক, কার্তুজ ও ৫টি রামদা। গত দুইদিনে পৃথক অভিযান চালিয়ে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিলের ফইত্তা ঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি সড়কে ব্যারিকেড দিয়ে পর্যটকবাহী জিপ, টমটমসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে। এতে জড়িত ডাকাত দলের এই পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো– ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উচিতার বিলের মুসলিম নগর গ্রামের আবদুল মজিদের ছেলে আবুল কালাম (২৪) ও নজরুল ইসলামের ছেলে মোবারক আলী (২৫), ফইত্তাঘোনা এলাকার শফর মুল্লুকের ছেলে ফারুক (২৭), একই এলাকার ফয়েজ আহমদের ছেলে জিসান (২৩) ও বার্মাইয়া জসিম (২৫)।
পুলিশ আরও জানায়, সম্প্রতি গভীর রাতে আলীকদম থেকে চকরিয়া ফেরার পথে সড়কের ফাঁসিয়াখালীর সংরক্ষিত বনাঞ্চল এলাকায় পর্যটকবাহী জিপ ও যাত্রীবাহী টমটমসহ অন্তত ৫টি গাড়ি ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে পর্যটক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে। এ সময় খবর পেয়ে চকরিয়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। সড়কে ডাকাতির ঘটনায় থানার এসআই জাকির হোসেন বাদী হয়ে মামলা রুজুসহ সাঁড়াশি অভিযানে নামে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, গ্রেপ্তারকৃতদের সবাই সশস্ত্র ডাকাতদলের সদস্য। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতিতে সম্পৃক্তের কথা স্বীকার করেছে তারা। আদালতে উপস্থাপন করে তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে।