বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি ইতোমধ্যে জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়ে দাঁড়িয়েছে। দেশের জনগণ এই দাবির প্রতি ব্যাপক সমর্থন জানিয়েছে এবং রাজপথের আন্দোলনে সরব অংশগ্রহণের মাধ্যমে তা প্রমাণ করেছে। তিনি বলেন, আমাদের সন্তানেরা রক্ত দিয়ে এই দেশকে মুক্ত করলেও এই দেশে কিছু কিছু মানুষ ও দল এখনও স্বৈরাচারী মনোবৃত্তি থেকে বের হতে পারেনি। আমরা আজই নির্বাচন চাই, কিন্তু সংস্কারবিহীন আমি আর ডামি নির্বাচন চাই না। অনেকে বলেছেন আমরা পিআর বুঝি না, ইতিপূর্বে আপনাদের নেতা–নেত্রীরাও বলেছিল কেয়ারটেকার সরকার বুঝি না, এখন বলছেন পিআর বুঝি না। পিআর বুঝতে আপনাদের আর কত সময় লাগবে? প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিবাদীদের দৃশ্যমান বিচার নিশ্চিত করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে।
গতকাল বুধবার ৫ দফা আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেওয়ানবাজার দেওয়ানজি পুকুর লেনস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে শিক্ষক নেতৃবৃন্দদের নিয়ে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী জামায়াতে ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন, মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, ড. আ ম ম মসরুর হোসাইন, প্রফেসর ড. আব্দুল মান্নান, প্রফেসর ড. নাজিম উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসাইন, মীর আবুল কালাম, অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি ইকবাল বাহার চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।